December 28, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

চুক্তিভিত্তিক ও ঠিকা কর্মীদের বিদ্যুৎ কর্মীর স্বীকৃতি ও বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি বালুরঘাটে

চুক্তিভিত্তিক ও ঠিকা কর্মীদের বিদ্যুৎ কর্মীর স্বীকৃতি ও বেতন বৃদ্ধির দাবিতে এবং বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ কর্মীদের উপর লাঠিচার্জ ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিদ্যুৎ কর্মীদের কর্মবিরতি বালুরঘাটে।

গত ২২ শে জানুয়ারি শ্রমচুক্তি আইন ও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিদ্যুৎ কর্মীদের ন্যূনতম ২১ হাজার ৬০০ টাকা মজুরির ও সমকাজে সমবেতনের দাবিতে বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ কর্মীদের আন্দোলনে বিদ্যুৎ কর্মীদের উপর লাঠিচার্জ ও মিথ্যা মামলায় ফাঁসানো প্রতিবাদে ২ রা ও ৩ রা ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দেয় পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ চুক্তিভিত্তিক ও ঠিকা কর্মী ঐক্য মঞ্চ। সেইমতো মঙ্গলবার সকাল থেকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বিদ্যুৎ বন্টন দপ্তরের সামনে কর্মবিরতি পালন করতে শুরু করেন অস্থায়ী বিদ্যুৎ কর্মীরা। তাদের দাবি অবিলম্বে সুপ্রিম কোর্টের নির্দেশ মত ২১ হাজার ৬০০ টাকা ন্যূনতম মিজুরি, সমকাজে সমবেতন ও বিদ্যুৎ কর্মীর স্বীকৃতি দিতে হবে। এই দাবিতে আজ সকাল থেকে রাজ্য জুড়ে ৪৮ ঘন্টার কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন তারা।