চিন্নাস্বামীতে ৩ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে ওয়ান্ডে তে সিরিজ জয় করল ভারত। এদিনের ম্যাচে ৭ উইকেটে
জিতে নিল টিম ইন্ডিয়া। সিরিজের প্রথম ম্যাচে লজ্জাজনকভাবে হারের পর সমালোচকদের যোগ্য জবাব দিতে ব্যাট-বল
দুই বিভাগেই নিজেদের আধিপত্য দেখালেন টিম ইন্ডিয়ার তারকারা। এদিন চিন্নাস্বামীতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের
সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া দলের হয়ে ১৩২ বলে ১৩১ রানের দুর্দান্ত ইনিংস খেললেন স্টিভ স্মিথ। প্রায় তিনবছর
পরে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরি পেলেন স্মিথ। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে চার হাজার
রানের গণ্ডিও পেরিয়ে গেলেন। কিন্তু অন্যদিকে লাবুশানে ছাড়া অন্য কেউ ৫০ রানের গণ্ডিও পার করতে পারেননি। যার
ফলে শুরুটা দুর্দান্ত করেও, শেষপর্যন্ত ২৮৬ রানেই থামতে হয় স্মিথদের। সিরিজের শেষ ম্যাচে ২৮৭ রানের লক্ষ্যে ব্যাটে
নেমে কেরিয়ারের ২৯তম শতরান করলেন রোহিত। আর বিরাট দ্রুততম অধিনায়ক হিসেবে ৫ হাজার রানের গণ্ডি
পেরলেন বিরাট। অবশেষে ৭ উইকেটে জয় লাভ করে ভারত। যারফলে ৩ ম্যাচের সিরিজও ২-১ ব্যবধানে পকেটে পুরল
মেন-ইন-ব্লু।