September 16, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

চিন্তিত প্রসেনজিৎ, কঠিন লড়াইয়ের মুখোমুখি দেব-প্রসনজিৎ

শনিবার থেকেই পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। তবে এদিন নির্ধারিত কলটাইমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এলেও আসেননি সিনেমার কলাকুশলীরা। এদিকে টেকনিশিয়ানস স্টুডিওতে শুটিং করতে এসে বাধাপ্রাপ্ত হয়ে মেকআপ ভ্যানেই বসে থাকতে হয়েছে খোদ ‘ইন্ডাস্ট্রি’কে। সেই প্রেক্ষিতেই ‘বুম্বাদা’র পাশে দাঁড়িয়ে দেবের প্রশ্ন, “সকলের শিডিউল বাঁধা থাকে, উনি নির্ধারিত সময়ে শুটিং করতে এলেও টেকনিশিয়ানরা কেন এলেন না? এটা তো অন্যায়।”

রাহুল মুখোপাধ্যায়ের উপর নিষেধাজ্ঞা ইস্যুতে ডিরেক্টর্স গিল্ড ক্লিনচিট দিলেও ফেডারেশন নিজের সিদ্ধান্তে অনড়! সেই প্রেক্ষিতে শুক্রবার রাত থেকেই টালমাটাল টলিপাড়া। যার জেরে শনিবার সকালে টেকনিশিয়ান স্টুডিওতে একজোট হয়েছেন টলিপাড়ার পরিচালকরা। রাজ চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, অনিরুদ্ধ চট্টোপাধ্যায় থেকে শুরু করে পরমব্রত চট্টোপাধ্যায়, সকলের কণ্ঠেই এক সুর, “এটা অন্যায়।” এই কঠিন সময়ে পরিচালকদের পাশে থাকতে ছুটে গিয়েছেন দেবও।

জানা গিয়েছে, ফেডারেশনের তরফে পরিচালক হিসেবে রাহুলের উপর নিষেধাজ্ঞা এখনও ওঠেনি। আর সেই জন্যই কলাকুশলীরা এদিন শুটিংয়ে অনুপস্থিত। শনিবার বিকেল ৪ টে নাগাদ স্টুডিও পাড়ায় জমায়েত হওয়ার কথা কলাকুশলীদেরও। টলিউড সুপারস্টার তথা সাংসদ দেবের আর্জি, আমাদের লড়াইটাকে রাজনৈতিক রং দেবেন না। দয়া করে কেউ এমন কোনও মন্তব্য করবেন না, যাতে আমাদের লড়াইটা আরও কঠিন হয়ে যায়।