চিনে করোনা ভাইরাসে আক্রান্তে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শনিবার পর্যন্ত করোনা ভাইরাসের হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২২। মাত্র ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৬ জনের। নতুন করে সংক্রমণ ছড়িয়েছে ৩ হাজার ৩৯৯ জনের মধ্যে। ফলে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ৩৪ হাজার ৫৪৬ জন। পরিস্থিতি সামাল দিতে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।