ক্রমশই করোনার করাল গ্রাস দেশ জুড়ে ছড়াচ্ছে। প্রতিনিয়ত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা আক্রান্ত রোগীরা সুস্থ বোধ করলে হাসপাতাল ছাড়ার আগে অন্তত ২ বার তাঁর পরীক্ষা করা হত। RT-PCR পদ্ধতিতে টেস্ট করা হত। তাতে পরপর ২ বার নেগেটিভ রেজাল্ট আসলে তবেই বাড়ি যাওয়ার অনুমতি মিলত। কিন্তু এবার চিকিৎসার পর সেভাবে রোগের লক্ষ্মণ না থাকলে টেস্ট না করেই বাড়ি যেতে পারবেন করোনা রোগীরা। শনিবার এমনটাই জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। স্বাস্থ্যমন্ত্রকের ঘোষণায় বলা হয়েছে, “চিকিৎসার পর সেভাবে রোগের লক্ষ্মণ নেই এবং টানা ৩ দিন জ্বর হয়নি এমন ব্যক্তিদের ছাড়ার সময় আরও একবার টেস্ট করার প্রয়োজন নেই।” তবে পরপর ৩ দিন টানা জ্বর হয়নি, এবং শ্বাসকষ্টের জন্য অক্সিজেন দিতে হয়নি এমন রোগীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য। সঙ্গে কিছু নিয়মাবলী মেনে চলত হবে, যেমন বাড়ি গেলেও অবশ্যই সেই ব্যক্তিকে থাকতে হবে এক সপ্তাহের হোম কোয়ারেন্টিন। সেই সময় নজর রাখা হবে তাঁর উপর। এমন্তাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।