আগামী বছর অর্থাৎ ২০২৪ থেকে চালু হচ্ছে পুরীর মন্দিরে নতুন পোশাক সংক্রান্ত বিধি নিষেধ | মন্দিরের ভেতরে যেতে গেলে পরতে হবে মন্দিরের বলে দেওয়া পোশাকই। মন্দিরের সিংহ দরজায় মোতায়েন করা হবে রক্ষা। তিনিই দর্শানার্থীদের পোশাকের উপরে নজর রাখবেন।
সূত্রের খবর, মন্দিরের তরফে জানানো হয়েছে, সম্প্রতি কিছু দর্শনার্থীদের অশালীন পোশাকে মন্দিরে ঢুকতে দেখা গিয়েছে। তাই মন্দিরের শালীনতা বজায় রাখার দায় কর্তৃপক্ষের। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে | তবে ১২ বছরের কম বয়সীদের পোশাকবিধি মানতে হবে না |

More Stories
ভারতীয় মহিলা ক্রিকেট দলের জয় উদযাপন করলেন নীতা আম্বানি
জিও ব্যবহারকারীদের জন্য ১৮ মাসের গুগল জেমিনি প্রো প্লান বিনামূল্যে
কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবকে ত্বরান্বিত করতে রিলায়েন্স এবং গুগলের অংশীদারিত্ব