হোলির দিনই আই লিগের রঙ হয়ে গেল সবুজ মেরুন । পাঁচ বছর পর দ্বিতীয় বার আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান । চার ম্যাচ বাকি থাকতেই চলতি আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গেল সবুজ মেরুন। মঙ্গলবার কল্যানীতে আইজল এফ সি-কে ১-০ গোলে হারিয়ে পাঁচ বছর পর কলকাতায় আই লিগ নিয়ে এল কিবু ভিকুনার দল।
দু’বার আই লিগ ও তিন বার জাতীয় লিগের মালিক হয়ে গেল শতাব্দী প্রাচীন মোহনবাগান। খেলা শেষ হতেই তাই চারিদিকে উচ্ছ্বাস। মাঠে ঢুকে পড়লেন ক্লাব কর্তারাও। সোমবার রিয়াল কাশ্মীরকে ১-০ গোলে হারিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল। তারপরই স্পষ্ট হয়ে যায়, মঙ্গলবার আইজলকে হারালেই আই লিগ মোহনবাগানের। বাস্তবে হলও তাই। আরও একবার চিংড়ি উৎসব বাংলায়। বাংলা তথা ভারতীয় ফুটবলকে ফের একবার উজ্জীবিত করল বাগানের লিগ জয়, তা বলাই বাহুল্য।