দেখতে দেখতে চার বছর পার করল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নেটওয়ার্ক পরিষেবা জিও। লঞ্চ এর পর থেকেই দেশের মোবাইল ডাটা পরিষেবা ও নেটওয়ার্কিং সিস্টেমে যুগান্তকারী হয়েছে মুকেশ আম্বানির এই ভাবনা. কম টাকায় বেশি 4G ডাটা পরিষেবায় দেশের অন্য কোম্পানিকে পিছনে ফেলে দিয়েছে জিও। আজ চার বছরের জন্মদিনে তাই জিও সফরের একটি ভিডিও প্রকাশ করল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।