
এটা কিসের লকডাউন, বা কিসের করোনা ভাইরাস? এতো মনে হচ্ছে ছুটির দিনে বেড়াতে যাওয়ার আনন্দের মুহূর্ত!!! সারা দেশে এখন করোনা ভাইরাসের সংক্রমণকে ঠেকাতে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার দিনরাত কাজ করে যাচ্ছে। কোথাও অক্সিজেনের ঘাটতি থাকলে সেখানে সেই ঘাটতি পূরণ করা হচ্ছে। কিন্তু তবুও মানুষ সরকারের নির্দেশকে অমান্য করে রাস্তায় চার চাকা গাড়ী ও মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তাই আজ দুবরাজপুর থানার এ.এস.আই সিতেশ সরকারের নেতৃত্বে বেশ কয়েকজনকে আটক করা হয়। তাঁদের কাছে একটি মুচলেকা লেখানো হয় যাতে তারা অকারণে বাড়ীর বাইরে না বের হোন।
More Stories
প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় ঘাটালবাসী
নিম্নচাপের জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
দক্ষিণবঙ্গে ফের গরমে হাঁসফাঁস দশা