April 20, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

চাচলে নির্বাচনী প্রচারে এসে বাংলার মুখ্যমন্ত্রী কে তোপ দাগলেন অধীর রঞ্জন চৌধুরী

মালদাঃ- মালদহের চাঁচলে নির্বাচনী প্রচারে এসে বাংলার বর্তমান মুখ‍্যমন্ত্রীকে তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।শুক্রবার ৪৫-চাঁচল বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত প্রার্থী আসিফ মেহবুবের সমর্থনে নির্বাচনী প্রচারে আসেন অধীর।এদিন সকাল ১০ টায় চাঁচল পাঞ্চালী পাড়া সংলগ্ন মাঠে হেলিপ‍্যাডে আসেন অধীর রঞ্জন।সেখান থেকে হুড খোলা গাড়িতে রোড-শো এ বেড়িয়ে পড়েন।মূলত চাঁচল সদরের কলেজ রোড ধরে কলিগ্রাম,দরিয়াপুর,গোপালপুর,আশাপুর,ভেবা,চাড়ালু,ধঞ্জনা হয়ে স্বরুপগঞ্জ থেকে রাজ‍্য সড়ক ধরে চাঁচলে আসেন অধীর।হুড খোলা গাড়ির সামনে-পিছনে কর্মীদের শতশত বাইকের দৌরাত্ম্য ছিল নজরকাড়া।এদিন চাঁচলে নির্বাচনী প্রচারে এসে বাংলার মুখ‍্যমন্ত্রী মমতা বন্ধোপাধ‍্যায়কে তোপ দাগেন অধীর।সংখ‍্যালঘুদের ইমাম ভাতা ওয়াকফ বোর্ড থেকে দেওয়া হচ্ছে আর মুখ‍্যমন্ত্রী মাছের তেলে মাছ ভাজছে।সংখ‍্যালঘুদের তালাক দিয়ে দিয়েছে আর এখন হিন্দুদের সাথে ঘর করছে মমতা।এইভাবেই কটাক্ষ সূর চড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।