স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ডারি সেকশনে বড় ঘোষণা করলেন ব্রাত্য বসু | সরকারি তরফে ঘোষণা করা হলো, যারা মেধা তালিকায় রয়েছে, যারা আন্দোলন করেছেন যারা ওয়েটিং লিস্টে রয়েছেন তাদের এবার চাকরি দিতে তৈরি সরকার ।
এ নিয়ে আজ আদালতে একটি ফলকনামা দিয়েছে স্কুল সার্ভিস কমিশন | তাতে বলা হয়েছে, আদালত যাদের বেআইনি নিয়োগ করা হয়েছে বলে মনে হয়েছে তাদের বাতিল করে যোগ্য প্রার্থীদের নিয়োগ করবে | ওয়েটিং লিস্টে থাকা সকলকে চাকরি দিতে প্রস্তুত সরকার | ইতিমধ্যেই ৫২৬১ পদে পদ তৈরি করেছে সরকার | আরো ৯ হাজার পদ পদ তৈরি করে আন্দোলনকারীদের দিতে পারে সরকার |

                                        
                                        
                                        
                                        
More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী