September 17, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

চাঁদের বুকে সফলভাবে অবতরণ করল চন্দ্রযান 3

আজ সন্ধে ছটা চার মিনিটে চাঁদের মাটিতে অবতরণ করল চন্দ্রযান 3 | সারা ভারত তো উচ্ছ্বসিত ছিলই আগ্রহে তাকিয়েছিল সারা বিশ্ব | অবশেষে সার্থক হলো চন্দ্রযান 3 যাত্রা । ইতিহাসের সামনে দাঁড়িয়ে থাকা ভারত চাঁদের মাটিতে চন্দ্র যার নামিয়ে শেষে তৈরি করে ফেলল অন্য এক ইতিহাস |

এ প্রসঙ্গে ইসরো জানিয়েছে, শেষের কুড়ি মিনিট ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ | গোটা মুন মিশনের কাছে এই কয়েক মিনিটই সবথেকে চ্যালেঞ্জিং হতে চলেছে বলে মত ছিল তাদের |

বিক্রম এর আজি চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণের কথা ছিল | বিষয়টি এত গুরুত্বপূর্ণ কারণ তাদের দক্ষিণ মেরু তথ্য মানবজাতির কাছে এখনো অজানা | এখনো পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র চীন চন্দ্রপৃষ্ঠে সফলভাবে অবতরণ করতে পেরেছিল | এরপর আজ চন্দ্রযান থ্রি এর সফল অবতরণ হওয়ায় ভারত সেই তালিকা চতুর্থ দেশ হলো |