চলে গেলেন দেবশ্রী রায়ের মা আরতি রায় | মাতৃহারা হলেন তিনি | গতকাল অর্থাৎ রাস পূর্ণিমার দিন অভিনেত্রী মা প্রয়াত হন | দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন তিনি | মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর | অভিনেত্রী দিদির বাড়িতেই আরতি দেবী চিকিৎসাধীন ছিলেন | সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
জানা গিয়েছে গত ৯ আগস্ট পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি | তারপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে | মায়ের অনুপ্রেরণাতে ছোটবেলায় দেবশ্রী রায়ের নাচ শেখা শুরু । তার অভিনয় জগতে আশা মায়ের কারনে | আজ মাতৃহারা হয়ে ভীষণভাবে ভেঙে পড়েছেন অভিনেত্রী |

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী