ইন্দ্রপতন সাহিত্য জগতে | ইহলোক ছেড়ে চির নিদ্রায় চলে গেলেন কিংবদন্তি সাহিত্যিক নারায়ণ দেবনাথ | মৃত্যুকালে তার বয়স হয়েছিল 97 বছর | এই দিন সকালে আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি হয় | এরপর হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন না তিনি | জানা গিয়েছে তার রক্তচাপ প্রবলভাবে উঠানামা করছে | এরপরই সকাল 10:30 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি সাহিত্যিক | প্রবাদপ্রতিম “বাটুল দি গ্রেট” “হাদাভোদা” স্রষ্ঠা নারায়ন দেবনাথ | তাকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয় |
More Stories
সারা বাংলা ঘুরে ‘রাজার রাজা’ হয়েই কামব্যাক করলেন দেব
কোয়েলের কোল জুড়ে এল ফুটফুটে কন্যা সন্তান
রোশান পরিবারের গল্প নিয়ে আসছে ‘দ্য রোশনস’