চলন্ত বাসে এক কিশোরীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। সূত্রের খবর, মঙ্গলবার রাতে ২৩৪ নম্বর বাসে করে বন্ধুদের সঙ্গে গড়িয়া থেকে যাদবপুরে যাচ্ছিলেন ওই তরুণী। জানাগিয়েছে, লেক থানা এলাকায় কোন কারনবশত কনডাক্টরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা।
অভিযোগ, তারই মধ্যে ওই বাসের সুমিত কুমার দে নামে এক যাত্রী হঠাৎই ওই কিশোরী ও তাঁর বন্ধুদের ওপর আক্রমণ করে। শুধুতাই নয়, তাঁদের মারধোর ও বিভিন্ন কটুক্তির পাশাপাশি কিশোরীকে শ্লীলতাহানি করে বলেও অভিযোগ। পরিস্থিতি বেগতিক বুঝে ১০০ ডায়াল করে তরুণী। এরপর কয়েক মিনিটের মধ্যেই বাসটিকে ধরে ফেলে পুলিশ এবং তরুণীর অভিযোগের ভিত্তিতে ওই অভিযুক্তকে আটক করে পুলিশ। তারসাথে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।