ফের বৃষ্টির সম্ভবনা কলকাতা সহ রাজ্যজুড়ে। আলিপুর আবহাওয়া দফতর সূএে খবর, বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার পর্যন্ত। মঙ্গলবার কলকাতার আকাশ আংশিক মেঘলা। তবে বুধবার থেকেই বৃষ্টিপাত হবে বলে জানা গিয়েছে। মঙ্গলবারের সর্বনম্ন তাপমাএা ২১.২ ডিগ্রি সেলসিয়াস। জানা গিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার শীতল হাওয়ার জেরে এবং বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাব, প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তার প্রভাবেই বৃষ্টির পূর্বাভাস হয়েছে রাজ্যে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান ও মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।