
বৃহস্পতিবার সকাল থেকে আকাশ পরিষ্কার | বাড়ছে গরমের তাপমাত্রা | তবে বিকেলের দিকে ঝোড়ো হাওয়া বয় | তবে ছিল না বৃষ্টির দেখা | তবে বিকেলের দিকে বৃষ্টির পূর্বাভাস ছিল দক্ষিণের জেলাগুলিতে | বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে | তবে এরই মধ্যে অব্যাহত অস্বস্তিকর গরম |
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 27.3 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 35.9 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 85 শতাংশ |
More Stories
উত্তরে বৃষ্টি অব্যাহত
এবার একুশে জুলাই রেকর্ড ভিড় হবে ধরে নিয়ে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে
জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা