মঙ্গলবার সকাল থেকেই আকাশের মুখভার। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃস্টিপাতও হয়েছে। সারা দিন জুড়ে দফায় দফায় চলছে ঝিরঝিরে বৃষ্টি, সাথে শীতল হাওয়াও বইছে। কলকাতার পাশাপাশি জেলাগুলিও ভিজছে বৃষ্টিতে। জানা গিয়েছে, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে রবিবার থেকেই বৃষ্টির পূর্বাভাস জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের দার্জিলিংসহ পাঁচ জেলায় বৃষ্টি বাড়বে আগামিকাল। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ ডিগ্রী সেলসিয়াস। তবে চলতি সপ্তাহে বৃষ্টির জেরে হালকা শীতের আমেজ সপ্তাহের শেষ পর্যন্ত বজায় থাকবে বলেই আশা করছেন আবহবিদরা।