
চলতি বছরের শুরু থেকেই কমছে তাপমাত্রার পারদ | আজ এক ধাক্কায় অনেকটা নামলো তাপমাত্রা | কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি ছুই ছুই | আবহাওয়াবিদরা জানালো আগামী চার থেকে পাঁচ দিন অনেকটাই নামবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা । বৃহস্পতিবারের পর থেকে রবিবার পর্যন্ত 4 ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা। আগামী ৪৮ ঘন্টায় ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ।
কলকাতার আকাশ কুয়াশায় ঢাকা | আজকে সকাল থেকে ছিলনা রোদের দেখা | পরে বেলা বাড়তে আকাশ পরিস্কার হয়ে মিলেছে রোদের দেখা | তবে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোন সম্ভাবনা নেই আজ | ধীরে ধীরে পারদ ঊর্ধ্বমুখী | গতকালকে তুলনায় আজকের তাপমাত্রা বেড়েছে এক ডিগ্রি | আগামী ৪৮ ঘণ্টায় আরো সামান্য তাপমাত্রা পতনের পূর্বাভাস রয়েছে | শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের পরিস্থিতি আপাতত নেই |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 13.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 25.5 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 41 শতাংশ |
More Stories
মোবাইল চোর সন্দেহে যুবককে ধরে বেধড়ক গণপিটুনির অভিযোগ
বিধানসভায় মুকুল রায়ের অবস্থান কী? তা জানতে কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা
সাতসকালে ভয়ংকর দুর্ঘটনা