পোলবা পুলকার কাণ্ডে গুরুতর জখম হয়েছিলেন দুই পড়ুয়া। তাদের মধ্যে আহত দিব্যাংশ ভকত এখন অনেকটাই সুস্থ। সূএের খবর, বুধবার বিকেলে ছুটি পেতে পারে ওই খুদে। তবে বুধবার কোন সমস্যা হলে বৃহস্পতিবার ছুটি দেওয়া হবে তাকে। জানা গিয়েছে, বুধ-বৃহস্পতিবারের মধ্যে তার বিভিন্ন অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ হচ্ছে। তার ফলেই বুধবার বা বৃহস্পতিবারে তাকে ছুটি দেওয়ায় সিধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি জানা গিয়েছে, মঙ্গলবার তার মস্তিষ্কের সিটি স্ক্যান হবে, সাথে তার বুকের এক্স-রে হবে। কালচার রিপোর্টের জন্যও পাঠানো হবে কফ। এই সব রিপোর্ট ঠিক থাকলে তবেই ছুটি মিলবে খুদে দিব্যাংশর। জানা গিয়েছে, এখন সে অনেকটাই স্বাভাবিক ভাবে খাওয়া দাওয়াও করতে পারছে, এবং স্বাভাবিক কথাবার্তা বলছে।