September 19, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

চলতি সপ্তাহের শেষে বৃষ্টির সম্ভাবনা বঙ্গে

প্যাচপ্যাচে গরমের মাঝে এক পশলা বৃষ্টির অপেক্ষায় বঙ্গবাসী | তবে জানা যাচ্ছে তাপ প্রবাহের মেয়াদ বাড়বে শুক্রবার পর্যন্ত | আপাতত নেই বৃষ্টির সম্ভাবনা |

সপ্তাহের শেষে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ | আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মৌসুম বায়ু উত্তর-পূর্ব ভারতে প্রবেশ করবে | উত্তর-পূর্ব ভারতে বেশ প্রবেশ করার পরে তার 48 ঘন্টা পর পরিস্থিতির সহজ হবে | উপকূলবর্তী জেলা অর্থাৎ দুই মেদিনীপুর, ২৪ পরগনার কিছু অংশ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে চলতি সপ্তাহের শেষে | পাশাপাশি বৃষ্টিতে ভিজতে পারে পশ্চিম মেদিনীপুর, বর্ধমান বীরভূম হুগলি কলকাতা পার্শ্ববর্তী জেলাগুলি |

আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 40.2 ডিগ্রী সেলসিয়াস |