
চলতি সপ্তাহেই ফের পারদের পতন। রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গে ফের শীতের আমেজ। আগামী কাল, বৃহস্পতিবার থেকেই রাজ্যে তাপমাত্রা নামবে। এই বার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কাল থেকে উত্তর পশ্চিমে শীতল হাওয়া বইবে। রবিবারের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামবে রাজ্যের একাধিক জেলায়। মূলত পরিষ্কার আকাশ। শুষ্ক আবহাওয়া আগামী ৫ দিন থাকবে রাজ্যে। কুয়াশার সম্ভাবনা দার্জিলিং-সহ রাজ্যের নয় জেলায়।
ক্যালেন্ডার বলছে, ডিসেম্বর পড়েছে। কিন্তু এখনও দেখা নেই শীতের। জেলাগুলোতে তাপমাত্রা নিম্নমুখী হলেও কলকাতায় নেই শীতের আমেজ। স্বাভাবিকভাবেই শীতপ্রেমীদের মনখারাপ। প্রশ্ন একটাই, তবে কি এবার জাঁকিয়ে শীতের দেখাই মিলবে না? সুখবর দিল হাওয়া অফিস, সপ্তাহান্তে নামবে তাপমাত্রা। একধাক্কায় চার থেকে পাঁচ ডিগ্রি নামতে পারে পারদ। তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই।
More Stories
মোবাইল চোর সন্দেহে যুবককে ধরে বেধড়ক গণপিটুনির অভিযোগ
বিধানসভায় মুকুল রায়ের অবস্থান কী? তা জানতে কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা
সাতসকালে ভয়ংকর দুর্ঘটনা