March 15, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

চলতি মাসের শেষে ব্রিটেন যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

চলতি মাসের শেষে ব্রিটেন যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্য রাখবেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে। মমতার এবারের বিদেশ সফরে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। বুধবার বিধানসভায় নিজের ঘরে একান্ত আলাপচারিতায় একথা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। ২২ তারিখ লন্ডন উড়ে যাবেন তিনি।

সূত্রের খবর, সাতদিনের বিদেশ সফরে ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। একদিকে যেমন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং গবেষকদের সামনে বক্তব্য রাখবেন তিনি। সেখানে সংস্কৃতি থেকে পর্যটন, অর্থনীতি থেকে রাজ্যের উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরবেন। পাশাপাশি আবার লন্ডনের একটি শিল্প বৈঠকেও যোগ দেবেন মমতা। লক্ষ্য বাংলায় বিনিয়োগ টানা। রাজ্যের শিল্পবান্ধব পরিবেশের কথা বিনিয়োগকারীদের কাছে তুলে ধরবেন তিনি। ২৯ মার্চ শহরে ফিরবেন মমতা। রাজ্যে ক্ষমতার আসার পর থেকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আয়োজন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ, বিদেশের অগণিত শিল্পপতি যোগ দেন বৈঠকে। বিনিয়োগও আসে। গত ২০২৩ সালে বিদেশের মাটি থেকে লগ্নি টানতে স্পেন সফরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেবার ব্যাপক লগ্নিও আসে। এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে লন্ডন সফরে বাংলার মুখ্যমন্ত্রী।