হাতে করে আর মাত্র চার দিন পর প্রেক্ষাগৃহে আসছে ডাংকি | পাঠান জওয়ানের পর এবার বাদশার ডংকি আসছে বছরের শেষে | ডাংকি রিলিজের আগে কলকাতাতেও ভালোবাসা জানালেন শাহরুখ |
রবিবার সিনেমার প্রচারের জন্য দুবাই গিয়েছেন বাদশা | সেখান থেকে সোশ্যাল মিডিয়ার নজর রেখেছেন ভক্তদের উন্মাদনার । ডাংকি সিনেমার অগ্রিম বুকিং এর সমস্ত খবরাখবর রাখছেন শাহরুখ খান | স্বাভাবিকভাবেই কলকাতার দিকে তার রয়েছে করা নজর | ‘পাঠান’ হোক কিংবা ‘জওয়ান’ ২৩শে শাহরুখ খানের সুপারহিট প্রত্যাবর্তনে পশ্চিমবঙ্গের অনুরাগীদের মধ্যে উত্তেজনা কিছু কম নয় | ডাংকি রিলিজের আগেও সেই একই রকম উত্তেজনা ধরা পড়লো অনুরাগীদের মধ্যে |

                                        
                                        
                                        
                                        
More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়