
দীর্ঘ প্রতীক্ষার পর এবার চলতি বছরেই চলতে শুরু করবে গঙ্গার নিচে দিয়ে মেট্রো | এমনটাই আশ্বাস দিল মেট্রো কর্তৃপক্ষ | শুধু তাই নয় অক্টোবরের মধ্যে মেট্রো চলবে নোয়াপাড়া বিমানবন্দর , নিউ গড়িয়ার রুবি ও তারাতলা, মাঝেরহাট রুটে |
কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রথম প্রকল্পে পরিষেবা শুরু হয় সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত | এখন শিয়ালদা পর্যন্ত তা চলছে | তবে এবার গঙ্গার নিচে তৈরি করা মেট্রো করিডোর ডিসেম্বরের মধ্যেই পরিষেবা চালু হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়