চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন | চলে গেলেন সত্তরের দশকের ‘নাগিন’, ‘জানি দুষমান’ এর সুপার হিট ছবির পরিচয় রাজকুমার কোহলি | শুক্রবার সকালে মুম্বাইয়ের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি | মৃত্যু কালে বয়স হয়েছিল ৯৩ বছর |জানা গিয়েছে, শুক্রবার সকাল আটটায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন তিনি | সন্ধ্যের পর শেষকৃত্য সম্পন্ন হয় । তার মৃত্যু দেশকে ছায়া নেমে এসেছে গোটা চলচ্চিত্র জগতে |
প্রসঙ্গত, রাজকুমারী জন্মগ্রহণ করেন ১৯৩০ সালে | ১৯৬৩ সালে মুক্তিপ্রাপ্ত স্বপ্নে এবং ১৯৬৬ সালে পাঞ্জাবি চলচ্চিত্র দুল্লা ভাট্টি পরিচালনা করে ষাটের দশকে তিনি পরিচালকের যাত্রা শুরু করেন | এরপর নাগিন সুপারহিট হতেই চলচ্চিত্র জগতে সাফল্য অর্জন করেন তিনি |
More Stories
সারা বাংলা ঘুরে ‘রাজার রাজা’ হয়েই কামব্যাক করলেন দেব
মেয়ের জন্মের হাসপাতালের বিল নিয়ে ফের চর্চার শিরোনামে কাঞ্চন
কোয়েলের কোল জুড়ে এল ফুটফুটে কন্যা সন্তান