চলচ্চিত্র উৎসব সেজে উঠছে নন্দন চত্বরে | শিশু কিশোর আকাদেমির উদ্যোগে আয়োজিত কলকাতা আন্তর্জাতিক চিলড্রেন’স ফিল্ম ফেস্টিভ্যাল এবার দশ বছরে পড়ল।
প্রসঙ্গত, চলচ্চিত্র উৎসব শুরু হবে ২৫ জানুয়ারি থেকে। সেদিনই নন্দন চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা। ২৯ জানুয়ারি পর্যন্ত চলবে শিশুদের এই চলচ্চিত্র উৎসব। নন্দনের পাশাপাশি রবীন্দ্রসদন, শিশির মঞ্চ-সহ আরও একাধিক সিনেমা হলে ছবি দেখানো হবে বলেই খবর। মিডিয়া রেজিস্ট্রেশনের অ্যাপ্লিকেশন দেওয়ার সুযোগ পাওয়া যাবে ২২ জানুয়ারি থেকে। এবার কোন কোন সিনেমা দেখানো হবে? তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে সূত্রের খবর, এই তালিকায় সাগ্নিক চট্টোপাধ্যায়ের ‘মাস্টার অংশুমান’ রয়েছে। সত্যজিৎ রায়ের গল্প অবলম্বনে তৈরি এই ছবি গত বছর অর্থাৎ ২০২৩ সালে মুক্তি পেয়েছিল।

More Stories
গ্রাহক বৃদ্ধিতে রেকর্ড গড়ল জিও
জিও ইনস্টিটিউট এবং INSMA সফল ভাবে সমাপ্ত করল ক্রীড়া ব্যবস্থাপনা সম্মেলন
ডঃ মাশেলকরের সংবর্ধনা অনুষ্ঠানে কি বললেন মুকেশ আম্বানি