December 5, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ঋতুপর্ণা-ভিক্টর অভিনীত ‘আকরিক’

কলকাতার ২৮ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ঋতুপর্ণা সেনগুপ্ত ভিক্টর ব্যানার্জি অভিনীত আকরিক ছবি | আকরিকের গল্পে উঠে আসবে যৌথ পরিবার ভেঙে যাওয়া, সম্পর্কের সমীকরণ বদলে যাওয়া | এছাড়া নিউক্লিয়ার পরিবারে যারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল তারা শিশু । দাদু ঠাকুমার পাশাপাশি বড় হয়ে ওঠা হারিয়ে ফেলে সেই সমস্ত শিশুরা | তার উপরে মা-বাবা যদি সিঙ্গেল পেরেন্ট হয় তাহলে তো কথাই নেই |

পরিবারের এই সমীকরণের গল্প নিয়ে তৈরি আকরিক | ছবি তে ঋতুপর্ণা সেনগুপ্ত ও ভিক্টর ব্যানার্জীর পাশাপাশি অভিনয় করতে দেখা গেছে স্বপ্নদ্বীপ অধিকারী, সুদেষ্ণা চক্রবর্তী, অভিষেক গঙ্গোপাধ্যায়, সুপ্রতিম রায়, জয়শ্রী অধিকারী, অনিন্দ্য সরকার সহ আরো অনেকেই |