November 4, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

চন্দ্রযান থ্রি এর সফল উৎক্ষেপণ

স্পেস সেন্টার থেকে সফলভাবে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিল চন্দ্রযান থ্রি | মাত্র ১৭ মিনিটে পৃথিবীর কক্ষপথে পৌঁছানোর কথা । তবে চাঁদে পৌঁছাতে বেশ খানিকটা সময় লাগবে ISRO তৈরি চন্দ্রযানের | বিজ্ঞানীদের অংক বলছে ২৩ বা ২৪ আগস্ট উপগ্রহের মাটিতে পৌঁছাবে চন্দ্রযান থ্রি | আর চাঁদ অভিযানে ভারতের এই সফল নিঃসন্দেহে আন্তর্জাতিক মহাকাশ গবেষণার জগতে বিশাল কৃতিত্ব | রাশিয়া আমেরিকা চীনের পর এবার সেই কৃতিতে তালিকায় চতুর্থ স্থানের নাম রইল ভারতের |

প্রসঙ্গত, চার বছর আগের ব্যর্থতা ঝেড়ে ফেলে চন্দ্রযানের আরো একবার সাফল্যের মুখ দেখল ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ISRO | শুক্রবার দুপুর ঠিক দুটো বেজে ৩৫ মিনিটে শ্রী হরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় চন্দ্রযান3 |