February 19, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

চন্দননগর পুলিশের জালে ভুয়ো এডিজি কোস্টগার্ড

নীল বাতি লাগানো গাড়ি, গভর্মেন্ট অফ ইন্ডিয়া লেখা গাড়িতে লাগানো তিনটি স্টার। গাড়িতে রয়েছে কোস্টগার্ডের লোগো। এভাবেই ঘুরে বেড়াতেন ভুয়ো এডিজি কোস্টগার্ড সুপ্রিয় মুখার্জি। বৃহস্পতিবার গভীর রাতে নিউটাউনের বিলাসবহুল আবাসন থেকে ওই ভুয়ো এডিজি কোস্টগার্ডকে গ্রেপ্তার করেছে চন্দননগর থানার পুলিশ। গ্রেপ্তারির পর তাঁকে চন্দননগরে নিয়ে আসা হয়েছে।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রাতে কলকাতার নিউটাউনের ডিএ ব্লক অ্যাকশন এরিয়া ওয়ানে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় ভুয়ো এডিজিকে। তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে, অভিযুক্ত সকলের কাছে নিজেকে কোস্ট গার্ডের এডিজি বলে পরিচয় দিতেন। একই সঙ্গে কোস্টগার্ডের চাকরি করে দেওয়ার নাম করে টাকা তুলতেন। নিরাপত্তারক্ষী সঙ্গে নিয়ে নীল বাতি লাগানো গাড়ি চেপে ঘুরে বেড়াতেন ভারতের বিভিন্ন রাজ্যে। অভিযুক্তকে শুক্রবার চন্দননগর আদালতে পেশ করে হেফাজতে নিয়েছে চন্দননগর থানার পুলিশ। জানানো হয়েছে, তদন্তের স্বার্থে ধৃতকে হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। তবে এই ঘটনার আগেও একাধিক বার চন্দননগর স্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়েছে পুরো ডিএসপি |