
এ বছর পূজোয় মহালয়া থেকেই সাজ সাজ রব | আজ চতুর্থী | তবে গতকাল থেকেই কলকাতায় ঠাকুর দেখতে বেরিয়েছেন হাজার হাজার মানুষ | ইতিমধ্যেই বহু পূজা উদ্বোধন হয়ে গিয়েছে | শ্রীভূমি, তিধারা, সন্তোষ মিত্র স্কোয়ার লেন | শ্রীভূমিতে এমন অবস্থা আছে এয়ারপোর্টগামী রাস্তা স্তব্ধ হয়ে যাবার উপক্রম | প্রায় একই ছবির রাসবিহারী এলাকায় | সল্টলেকের মত এলাকায় আসতে লেগে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা |
দিনে দুপুরে মানুষের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে কলকাতা পুলিশ । তবে এরই মধ্যে যে হারে মানুষ ঠাকুর দেখতে বেরোচ্ছেন ও বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন, তাতে সতর্কতা জারি করল কলকাতা পুলিশ | এই সময় বাড়ি ফাঁকা পেয়ে সুযোগ নেয় চোরের দল | তাই সেই ধরনের সাবধানতা অবলম্বন করতে নির্দেশ কলকাতা পুলিশের |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়