ঘূর্ণীঝড় ইয়াসের প্রভাব পড়ল রেলে। ২৪ মে এবং ২৯ মে প্রায় ২৫ টি ট্রেন বাতিল করল পূর্ব রেলওয়ে। একটি বিবৃতি পেশ করে এই তথ্য প্রকাশ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সেই সঙ্গে প্রকাশ করা হয়েছে বাতিল ট্রেনের তালিকাও। ধানবাদ-রাঁচি এক্সপ্রেস স্পেশাল, ধানবাদ-হাওড়া এক্সপ্রেস স্পেশাল, রাঁচি-দেওঘর এক্সপ্রেস স্পেশাল, মুজফ্ফরপুর-হাওড়া এক্সপ্রেস স্পেশাল, সহ একাধিক ট্রেন বাতিল. পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত এই সব ট্রেন বন্ধ থাকবে বলেই জানিয়েছে রেল। এমনকী ইয়াসের মোকাবিলা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য ও কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে বৈঠকও করেছেন।

More Stories
জিও ব্যবহারকারীদের জন্য ১৮ মাসের গুগল জেমিনি প্রো প্লান বিনামূল্যে
কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবকে ত্বরান্বিত করতে রিলায়েন্স এবং গুগলের অংশীদারিত্ব
ইতালীয় ফ্যাশন ব্র্যান্ডের সাথে রিলায়েন্সের নয়া চুক্তি