December 25, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ঘূর্ণিঝড়ের রূপ নেবে মোকা

আজ অর্থাৎ বৃহস্পতিবার রাতের মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে মোকা | হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, রবিবার দুপুরের আগে প্রায় ১০০ থেকে একশ কুড়ি কিলোমিটার বেগে মায়ানমার বাংলাদেশের উপকূলে আছে পড়বে মোকা | শুক্রবার মধ্যরাত থেকে শক্তি বাড়াবে মোকা | এরপর শনিবার অর্থাৎ ১৩ই মে ভোর থেকে কিছুটা শক্তির হ্রাস করবে ঘূর্ণিঝড়টি | ফলে গতিবেগ বাড়বে | বাংলাদেশ ও মায়ানমার উপকূলের দিকে এগোবে |

বাড়ছে অস্বস্তিকর গরম | দুদিন আবহাওয়ার স্বস্তি মিলেও ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রা পারদ | তবে কাল এক পয়সা বৃষ্টিতে আশা করা যেতে পারে যে খানিকটা হলেও চলতি সপ্তাহের শেষে কমতে পারে তাপমাত্রা । আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বৃষ্টি হতে পারে | আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে | আবার রবিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে |

আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 26.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 40.1 ডিগ্রী সেলসিয়াস |