December 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতেও

আজ মঙ্গলবার রাতেই অন্ধ্র প্রদেশ উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় অশনি | সরাসরি না হলেও এর পরোক্ষ প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে | কলকাতা হুগলি হাওড়া মেদিনীপুর জেলাতে রাত থেকেই ভারী বৃষ্টিপাত হতে পারে | ঘণ্টায় 50 থেকে 60 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস |

ইতিমধ্যেই ঘূর্ণিঝড় অশনি-র প্রভাবে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি | যার ফলে শহরের বিভিন্ন প্রান্তে জমতে শুরু করেছে জল | তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে কলকাতা পুরসভা |

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 85 শতাংশ |