
অনুপম-প্রস্মিতা দুজনেই গানের জগতের মানুষ। আর সেই সূত্রে পরিচয়। এবার বিয়ে করতে চলেছেন তারা দুজনেই | পয়লা মার্চ রেজিস্ট্রি সেরেছেন দুজন। শনিবার রিসেপশনের ছবি এল প্রকাশ্যে। ছবিতে গোলাপি রঙের শাড়িতে দেখা যাচ্ছে নববধূ প্রস্মিতাকে। তাঁর সঙ্গে ম্যাচিং করেই পাঞ্জাবি পরেছেন অনুপম।
প্রসঙ্গত, এক স্টুডিওতে তাঁদের প্রথম দেখা হয়েছিল। তখন থেকেই বন্ধুত্ব। সম্পর্ক শুরু হয় প্রায় এক বছর আগে। দুজনের পরিবারের পক্ষ থেকেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
More Stories
টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করেছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’ সিজন ১৯
একের পর এক ঝোড়ো ব্যাটিং করছেন ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়
টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন ইডির