ঘন কুয়াশার চাদরে ঢাকল কলকাতা-সহ গোটা রাজ্য। তার ফলে ব্যাহত বিমান চলাচল। ট্রেনও নির্ধারিত সময়ের কিছুটা দেরিতে চলছে। সরাইঘাট, দুন, কুম্ভ, বিভূতি এক্সপ্রেসের মতো দুরপাল্লার ট্রেন বেশ কিছুটা দেরিতে চলছে। দৃশ্যমানতা কমে যাওয়ায় গঙ্গাসাগরের কচুবেড়িয়া থেকে কাকদ্বীপ যাওয়ার ভেসেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। যার ফলে সমস্যায় আমজনতা।
রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা। সোম ও মঙ্গলবার বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরদিন বৃষ্টিতে ভিজবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। তবে কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কুয়াশার দাপট বজায় থাকবে। তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। পরিবর্তে সোমবার থেকে বাড়তে পারে।
চলতি মৌসুমের শীতের মাঝে বৃষ্টিতে ভেসেছে বঙ্গ | বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে বঙ্গে শীতের আমেজ ফিরতে খুশি বঙ্গবাসী | আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ স্বাভাবিকের থেকে 3 ডিগ্রী বেশি | কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস | বাতাসে আদ্রতার পরিমাণ 92 শতাংশ |
More Stories
আগামী ২৪ ঘন্টায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দক্ষিণবঙ্গের চার জেলায়
রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা
রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গে ফের শীতের আমেজ