মালদাঃ- সোমবার রাতে মোথাবাড়ি থানার পুলিশ পাগলাহাট বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। সেখানেই চার যুবককে আটক করে তল্লাশিতে বেরিয়ে আসে চোরাই মোবাইল। তারপরই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের মঙ্গলবার মালদা জেলা আদালতে পেশ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হলো সুশান্ত মন্ডল, ইস্তাকুল আলি। এই দুইজন মোথাবাড়ি থানা এলাকার বাসিন্দা।অপর দুই ধৃত ইমরান আলি ও শাহরুখ আলি।তারা মালদা থানার মাধায়পুর এলাকার বাসিন্দা। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে আঠারোটি নামিদামি কোম্পানির মোবাইল ফোন। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই লক্ষ টাকা।
মঙ্গলবার ধৃত চারজনকে মালদা জেলা আদালতে পেশ করে ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ