November 4, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

গৃহীত হলো দিল্লি ঘোষণা পত্র

দীর্ঘ টালবাহানার পর জি-টোয়েন্টি সভাপতি দেশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার ভারত মণ্ডপমে এই সংবাদ ঘোষণা করেন যে, ‘শেষ পর্যন্ত সকলের সহযোগিতায় নিউ দিল্লি ঘোষণা পত্র গ্রহন করতে সম্মত হয়েছে সব দেশে’ | এর আগে ঘোষণাপত্রের যুক্ত হয়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধপ্রসঙ্গ |

এবার সর্বসম্মতিক্রমে গৃহীত হলো সেই দিল্লী ঘোষণা পত্র । সেখানে লেখা হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই বিখ্যাত কথা, “এটা যুদ্ধের সময় নয়” | অথচ রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু সময় থেকে জি-টোয়েন্টির সেই চরিত্রটাই নষ্ট হয়ে যায় | অর্থনীতি উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতাকে আবার এই গোষ্ঠীর আলোচনায় মূল স্রোতে নিয়ে আসা গিয়েছে বলে ভারতের দাবি |