
সুব্রত মুখোপাধ্যায় , মদন মিত্র ফিরহাদ হাকিম এবং শোভন চট্টোপাধ্যায়রা জামিন পেলেন না এদিনও। চারজনকেই আরও দুদিন গৃহবন্দি অবস্থাই থাকতে হবে। নারদ মামলার পরবর্তী শুনানি বুধবার। আজকের মতো স্থগিত হল নারদ মামলার শুনানি। বুধবার বঙ্গ উপকূলে ঘূর্ণিঝড় যশ বা ইয়াসের আছড়ে পড়ার কথা। ফলে সেদিন ভারচুয়াল শুনানি কি আদৌ সম্ভব হবে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতিরাই।
গত শুক্রবার এই সংক্রান্ত শুনানিতে ৪ নেতার অন্তর্বর্তী জামিন নিয়ে হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের মতানৈক্য হওয়ায় বৃহত্তর বেঞ্চ তৈরি করা হয়।
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়