গুলিবিদ্ধ হয়েছেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী সিনজো আবে | জানা গিয়েছে শুক্রবার পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতার সময় গুলিবিদ্ধ হন প্রাক্তন প্রধানমন্ত্রী |
তাকে দুবার গুলি করা হয় । দ্বিতীয় গুলিটি তাকে পিছনে আঘাত করে | জানা গিয়েছে ঘটনাস্থলে উপস্থিত এক সাংবাদিক বন্দুকের গুলির আওয়াজ এর মতো কিছু শুনতে পান | তারপর এই রক্তাক্ত অবস্থায় দেখা যায় প্রাক্তন প্রধানমন্ত্রী কে | তবে আক্রমণকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে |
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি |
More Stories
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান
খোঁজ মিললো টাইটানিক দেখতে যাওয়া টাইটানের
বাঁধা পেরিয়ে লঞ্চ হতে চলেছে আর্টেমিস এক