এখনও কাটছে না গার্ডেনরিচ কাণ্ডের বিভীষিকা। দুসপ্তাহ পরও ওই ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা। মঙ্গলবার হাসপাতালে মৃত্যু হল গার্ডেনরিচের ভেঙে পড়ে আবাসন থেকে উদ্ধার আরও এক যুবকের।
গত ১৭ মার্চ মাঝরাতে গার্ডেনরিচ এলাকায় বেআইনিভাবে নির্মীয়মাণ একটি আবাসন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পাশের বসতিতে। হু হু করে বাড়তে থাকে মৃতের সংখ্যা। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ১৩। গার্ডেনরিচকাণ্ডে মঙ্গলবার এসএসকেএমে মইনুল হক নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বছর তেইশের ওই যুবক এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দুর্ঘটনার পর প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।

More Stories
সাতসকালে কলকাতায় ভূমিকম্প
শীতের দিনে ঘুরে দেখুন কলকাতা
রাতের শহরে ভয়াবহ দুর্ঘটনা