ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল রাজধানীতে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার ভোরে দিল্লির মুন্ডকা এলাকার গাড়ির যন্ত্রাংশ তৈরির একটি কারখানায়। সূত্রের খবর, এদিন মুন্ডকা এলাকার একটি কারখানায় আচমকা ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে আসে দমকলকর্মীরা সহ ২৬টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। এখনও পর্যন্ত এই দুর্ঘটনার জেরে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।