নিজের শোবার ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক গৃহবধূ জানা গেছে মহাবারি গ্রাম পঞ্চায়েতের খিদিরপুর এলাকার গৃহবধূ মৃতা সুজাতা সরকার 30, প্রতিদিনের মত স্বামীর সঙ্গে সকালের কাজকর্ম সেরে রান্নাবাড়ি করে স্বামী কাঞ্চন সরকার হাটে যায় । প্রায় এক ঘন্টা পরে বাড়িতে ফিরে এলে নিজের শোবার ঘরে দরজা বন্ধ দেখে সন্দেহ তার স্বামীর। জানলা দিয়ে উঁকি মেরে দেখে তার স্ত্রী সুজাতা সরকার এর মৃতদেহ ঝুলছে শোয়ার ঘরে । স্বামী চিৎকারে এলাকার লোকজন ছুটে আসে পরবর্তীতে বংশীহারী থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় থানায় এবং আগামীকাল মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বালুরঘাটে