মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের জেম ও এলাকার বাসিন্দা প্রদীপ মণ্ডল (২৭) জামাইষষ্ঠীতে শ্বশুর বাড়ি গিয়েছিল সেখান থেকে ফিরে এসে প্রদীপ তার মাকে জানাই প্রদীপের স্ত্রী পূজা মণ্ডল বিবাহবিচ্ছেদ চাইছে, প্রদীপের মা প্রদীপকে বৃষ্টির কথা মেনে নিয়ে বিবাহ বিচ্ছেদ দিয়ে দেওয়া উচিত। এরপর মঙ্গলবার ভোররাতে পরিবারের লোকেরা প্রদীপ মণ্ডলের বাড়ি থেকে প্রদীপ মণ্ডলের ঝুলন্ত দেহ উদ্ধার করে। ঘটনার খবর কান্দি থানায় দেওয়া হলে কান্দি থানার পুলিশ গিয়ে মৃতদেহটি ধার করে কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। তবে মৃত্যুর কারণ এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিবাহ বিচ্ছেদের কথা শুনে স্ত্রীর উপর অভিমান করে আত্মহত্যা করেছে প্রদীপ মন্ডল নামের যুবক, তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
More Stories
যাত্রীচাপ সামলাতে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ
দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন
30 ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী