২০২২ সালের আগস্ট মাসে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গরুপাচার মামলায় গ্রেপ্তার করেছিল সিবিআই। আসানসোল সিবিআই আদালতে প্রথমদিকে এই মামলা চলে। এবার গরু পাচার মামলার ফের বিচার পর্ব শুরু হবে।
জানা গিয়েছে, আগামী ফেব্রুয়ারি মাসেই শুনানি। তার আগে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অনুব্রত মণ্ডলের কাছে এক লক্ষ পাতার নথি পাঠাল সিবিআই। সূত্রের খবর, বীরভূমের তৃণমূল নেতা ছাড়া আরও ১২ অভিযুক্তকেও নথি পাঠানো হয়েছে বলেই | সিবিআই জানিয়েছে, মামলার বিচার পর্ব শুরুর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে অভিযুক্তদের কাছে নথি পাঠানো হয়েছে। চার্জশিটের কপি, বিভিন্ন রিপোর্ট-সহ এক লক্ষ পাতার নথি অনুব্রতের কাছে পৌঁছে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী