গরু পাচার মামলায় এবার ইডির মুখোমুখি অভিনেতা দেব | জানা গেছে, গত মঙ্গলবার ইডির সামনে হাজীরা দেয় সাংসদ অভিনেতা দেব | তাকে পাঁচ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদ করে ইডি | গরু পাচার মামলায় অর্থ সংক্রান্ত বিষয় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে |
এর আগে গরু পাচার মামলায় দেবকে টানা 5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে সিবিআই | জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এসে সাংসদ জানান, “আমি বেশি কিছু বলতে পারব না | একজন ব্যক্তিকে চিনি কিনা সে বিষয়ে জানতে চাওয়া হয়েছিল | আমার বক্তব্য জানিয়েছি | মনে হয় আর ডাকবে না” | পাশাপাশি এনামুল হককে চেনেন না বলেই জানিয়েছিলেন সংসদ তথা অভিনেতা দেব |

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী