
এবার গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল কে তলব করল সিবিআই | এর আগেও জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ বার অনুব্রত মণ্ডল কে নোটিশ দিয়েছিল সিবিআই | পঞ্চম বার নোটিশের পর তিনি কলকাতায় আসেন | কিন্তু নিজাম প্যালেসের পর এসএসকেএম হাসপাতলে ভর্তি হন তিনি |
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই ষষ্ঠ নোটিশ পাঠায় সিবিআই । সেই সময় হাজিরা দেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল | এরপর সোমবার বেলা এগারোটার মধ্যে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় তাকে | সম্প্রতি বীরভূমের একাধিক জায়গায় তল্লাশি চালায় সিবিআই | সেখান থেকে বহু গুরুত্বপূর্ণ নথি কেন্দ্রীয় তদন্তকারী দলের হাতে এসেছে |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়