গরু পাচার কাণ্ডে ফের তলব করা হলো অনুব্রত মণ্ডলকে | এর আগে গত 25 শে ফেব্রুয়ারি শেষবার তাকে তলব করা হয়েছিল | কিন্তু সেবার শারীরিক অসুস্থতার কথা জানিয়ে, তিনি এড়িয়ে গিয়েছিলেন হাজিরা |
এরপর 14 ই মার্চ নিজাম প্যালেস অনুব্রত মণ্ডলকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে | বলা হয়েছে সকাল এগারোটায় তাকে হাজির থাকতে হবে | এই নিয়ে চতুর্থবার তাকে তলব করা হলো |

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী