![](https://tvbangla.co.in/wp-content/uploads/2022/02/118538-lvagmntbgt-1556505602-1-1024x538.jpg)
গরু পাচার কাণ্ডে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল | গরু পাচার মামলায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন তিনি | মামলা দায়ের করার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি | কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৃতীয় নোটিশ অনুযায়ী, আজ বেলা 11 টায় অনুব্রত মণ্ডল কে হাজিরা দিতে বলা হয় | গরু পাচার মামলা জিজ্ঞাসাবাদ করা হবে তাকে |
কিন্তু আগের দিন অনুব্রত মণ্ডল হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন জানায় তাকে কলকাতা সিবিআই দপ্তর হাজিরা দিতে না হয় | সূত্রের খবর এর পাশাপাশি বিকেলের মধ্যে তিনি সিবিআই দপ্তরে চিঠি পাঠাবেন |
More Stories
যাত্রীচাপ সামলাতে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ
দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন
30 ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী