
নিম্নচাপের জেরে গত কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা থাকলেও আজ রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই | তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিতে ভিজতে পারে গোটা রাজ্য | বেলা বাড়ার সাথে সাথে বাড়বে অস্বস্তিকর গরম | আজ কলকাতায় বাড়ছে রোদের প্রখর, সাথে বাড়ছে আদ্রতা জনিত গরম রয়েছে |
রবিবার রাজ্যে বাড়বে বৃষ্টি | এমনটা তাই পূর্বাভাস ছিল আলিপুর আবহাওয়া দপ্তর | দক্ষিণবঙ্গে পাশাপাশি উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা | আজ সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা | বাড়ছে আদ্রতা জড়িত অস্বস্তি |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 26.6 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 92 শতাংশ |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়